Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
আহসানগঞ্জ রেল স্টেশন।
বিস্তারিত

বিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে হার্ডিঞ্জ ব্রীজ নির্মাণের মাধ্যমে উত্তর বঙ্গ, আসাম কুচবিহার, দার্জিলিঙ এর সাথে ভারতবর্ষের দীর্ঘ সময়ের রাজধানী কলকাতার সাথে দ্রুত সময়ে যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হয়। তারই ধারাবাহিকতায় আত্রাই নদীর উপর একটি রেল স্টেশন স্থাপন করা হয়। যার নাম করা হয় আত্রাই ঘাট রেল স্টেশন। ষাট এর দশকে তৎকালীন এমপিএ জনাব আবুল কালাম আজাদ মোল্লার নামানুসারে তাঁর পিতা British Bengal Lageslatrive  Council Member জনাব আহসানউল্লাহ মোল্লার নামানুসারে আত্রাই ঘাট রেল স্টেশন এর নাম পরিবর্তন করে রাখেন আহসানগঞ্জ রেল স্টেশন। এই আহসানগঞ্জ রেল স্টেশন যাদের পদধুলিতে ধণ্য তাঁদের মধ্যেঁউল্লেখযোগ্য - মহাত্মাগান্ধী, আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়, শেরে বাংলা একে ফজলূল হক, শিল্পি আব্বাস উদ্দিন, আন্নদা শংকর রায় আইসিএস, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।