Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
রেল ব্রীজ, আত্রাই।
Details

১৯১৫ সালে পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রীজ নির্মাণের অব্যবহিত পরেই উত্তরবঙ্গ ও অসামের মধ্যে রেল পথ সম্প্রসারণের অংশ হিসেবে আত্রাই নদীর উপর পাশাপাশি দু‌টি রেল সেতু নির্মান করা হয়। ১৯৪২ সালে একটি সেতুর উপর কলকাতাগামী আসাম মেইল ও বিপরীত দিক হতে আসা নর্থ বেঙ্গল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। আর উক্ত মেইল ট্রেণে যাত্রী ছিলেন প্রতিযথশা শিল্পী আব্বাস উদ্দিন আহম্মদ। ফলে একটি রেল ব্রীজ ক্ষতিগ্রস্থ হয়। এটি বর্তমানে রাজধানী ঢাকাসহ এদেশের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সাথে রেল পথে যোগাযোগের মাধ্যম।

 

উৎস : আমার শিল্পী জীবনের কথা : আব্বাস উদ্দিন আহম্মদ।